Didar (দিদার) | Nasheed by Neaj Makhdum

 


চমৎকার প্রার্থনামূলক ইসলামিক গান। গানটি কণ্ঠ দিয়েছেন শিল্পী নিয়াজ মাখদুম
গানটি লিখেছেন সাইফ আলি আর সুর করেছেন শিল্পী নিয়াজ মাখদুম নিজেই। গানটি উপভোগ করুন। স্বরলীপি: সাগরও শুকিয়ে যাবে একদিন পাহাড়ও তুলো হয়ে উড়বে মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন পাথর জ্বালানি হয়ে পুড়বে।। তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার… এ চোখ সাক্ষ্যি হবে দেখা না দেখার এ কান সাক্ষ্যি হবে কি শুনেছি তার এ হাত বলবে কথা, শুধু অসহায় নিরবে দাঁড়িয়ে আমি থাকবো; তোমাকেই মনে মনে ডাকবো। ক্ষমা করো দিও প্রভু সে কঠিন দিনে সহজ করে দিও হিসেব আমার।। হাউজে কাওসার সেদিন তোমার আরশের ছায়া শুধু তোমার অধিকার ইয়া নাফসি মুখে শুধু আমি অসহায় ক্ষমার আশায় বুক বাঁধবো; তোমার দুয়ারে প্রভু কাঁদবো। ক্ষমা করো দিও প্রভু সে কঠিন দিনে সহজ করে দিও হিসেব আমার।।

No comments

Powered by Blogger.