জার্নি টু মক্কা JOURNEY TO MECCA(2009)

 



মুভি রিভিউঃ Abdullah Al Layke

নামঃ "জার্নি টু মক্কা journey-to-mecca(2009)
বাংলা সাবটাইটেলঃ ইমরান খান মাহির
ভিডিও এডিটিংঃ ইবনে সাইফ
ইবনে বতুতা (১৩০৪-১৩৬৮)যাকে বিশ্ব ভ্রমনকারীর রাজা হিসেবে সবাই চিনে ৷ যিনি মরক্কোর আইনের ছাত্র,
১৩২৫ সালে ২১ বছরে বয়সে নিজদেশ মরক্কো থেকে ৩,০০০ মাইল দূরের মক্কার পথে হজের উদ্দেশ্য ভ্রমনে বাহির হয়েছেন একাই, ইবনে বতুতা স্বপ্ন দেখতেন পাখি হয়ে উরে মক্কায় যাচ্ছেন, সেই স্বপ্ন তার একদিন পূরণ হলো ৷ নিজের ঘোড়া নিয়ে মক্কার পথে ভ্রমনে বাহির হলেন, মক্কার পথে দস্যুরা ওত পেতে থাকে, হজ যাত্রী কাফেলার দল বা হজ যাত্রী কাউকে পেলে স্বর্নমুদ্রা সহ মূল্যবান সবকিছু লুট করে নিয়ে যায় !
দস্যুদের খপ্পরে পড়লেন ইবনে বতুতা,
দস্যুরা স্বর্ন মুদ্রা সহ আরো যা ছিলো লুট করে নিলে,
পরিশেষে দস্যু সর্দারের সাথে চুক্তি হলো কায়রোতে পৌঁছে দেবার জন্য ৷ কায়রোতে যাবার পর দামেস্কে গেলেন হজকাফেলার সাথে যোগ দিতে , দামেস্ক থেকে ১০,০০০ লোকের হজ কাফেলার সাথে মক্কার উদ্দেশ্য রওনা দিলেন ইবনে বতুতা ৷ অবশেষে হৃদয়ের ইচ্ছে পুরন হলো, হজ সম্পাদনা করে নিজ দেশে না গিয়ে চীন, ভারতসহ ৪০ টির বেশী দেশ ভ্রমন করে ৩০ বছর পর নিজ বাড়ীতে ফিরেন!
:বিখ্যাত ট্যুরিস্ট "মার্কো পোলো" থেকে, বতুতা তিনগুন বেশি ভ্রমণ করেছে! ইবনে বতুতার ভ্রমণের সাময়িকি এ যাবত কালের সংরক্ষিত সর্বশ্রেষ্ঠ ভ্রমণ সাময়িকীর অন্যতম!- আজ, চাঁদে একটি গর্ত তার সম্মানে নামকরণ করা হয়!
অসাধারণ ক্যামেরার কাজ ছিলো, পুরো ৪৫ মিনিট আপনি ভাবনার সাগরে হারিয়ে যাবেন, আর নরম হৃদয়ের হলে হজ অনুষ্ঠান দেখে, কাবা দেখে কান্নাও করতে পারেন আমার মতন ৷ মরুভূমি, উঠ, ঘোড়া, পাহাড়, নদী সবকিছুকে সুন্দর করে তুলে ধরেছে ক্যামেরাম্যান ৷
শুকরান যাযাকাল্লাহ্ ইমরান ভাইকে যিনি এ মুভিটির বাংলা সাবটাইটেল করেছেন৷
তাহলে দেখেনিন ডকুমেন্টারি মুভিটি ৷
আল্লাহ্ যেন আমাদের সবাইকে একটিবার হজ করার তৌফিক দান করেন (আমিন) মুভিটি দেখতে ক্লিক করুন

No comments

Powered by Blogger.