বরন ( বৃস্টি) Baran (2001)

 



মুভি রিভিউঃ Abdullah Al Layke
নামঃ বরন ( বৃস্টি) Baran (2001)
নির্মাতা দেশঃ ইরান
ভিডুও এডিটিং এবং বাংলা অনুবাদঃ মোহাম্মাদ রতন
মাজিদ মাজিদ মানে গল্প বাস্তবিক তার সাথে সে মুভিগুলো হয় আন্তর্জাতিক মানের পুরুষ্কার জেতা ৷ বরন ও আন্তর্জাতিক পুরুষ্কার সহ কয়েকটি পুরুষ্কার জিতে ৷
- আফগানিস্তানের গরীব লোকেরা জিবীকা নির্বাহের জন্য ইরান আসে ৷ ইরান আসে এবং নির্মান শ্রমিকের কাজ করে ৷ ইরানী শ্রমিকদের থেকে কম টাকায় বেশী কাজ করানো যায় আফগানদের দিয়ে , তাই নির্মান ঠিকাদার মেমের প্রায় আফগান শ্রমিক নেন, এমনি একজন নাজাফ কিন্তু তিনি বিল্ডিং থেকে পড়ে পা ভেঙে ফেলেন ৷ তেনার সংসারে পাঁচ সন্তান, সন্তানদের মা গত বছর মারা যায়, এখন সংসার চলবে কেমনে? নাজাফের বন্ধু সুলতান ও মেমেরের কাজ করেন, সুলতানকে বলে নাজাফের বড় মেয়ে বরন কে মেমেরের কাজে পাঠিয়ে দেন ৷ তবে বরন কে ছেলে রহমত নাম দিয়ে পরিচয় করান সুলতান, কাপন মহিলাদের কোন কাজ নেই মেমেরের ঐ খানে ৷
মেমেরের ঐখানে লতিফ নামে একটি ছেলে কাজ করে, প্রথম প্রথম খারাপ ছেলে মনে হলেও লতিফই এ মুভির প্রধান নায়ক ৷ মানবিকতা থেকে লতিফ সব দায়িত্ব পালন করে ৷
যেখানে পরিচালক মাজিদ মাজিদি সেখানে গল্প হবে বাস্তবিক, ☺
মাজিদ মাজিদি যে মুভিগুলো করেন প্রায় সবটি সমাজের বর্তমান বাস্তবিক চিত্র নিয়ে , এ মুভিটিতেও তাই ফুটে উঠেছে ৷ মুভিটি দেখতে ক্লিক করুন

No comments

Powered by Blogger.