লায়ন অব ডেজার্ট

 



রিভিউঃ Abdullah Al Layke

মুভিঃ লায়ন অব ডেজার্ট
ভিডিও এডিটিং ও অনুবাদকঃ ইসলামী অনুবাদ
লায়ন অব ডেজার্ট হলো ১৯২৯ সালের লিবিয়াতে ইতালী স্বৈরশাষক মুসোলনির বর্বরতা নিয়ে তৈরী একটি মুভি !
ইতিলীতে স্বৈরশাষক, ফ্যাসিবাদ সরকার মুসোলনি তখন ক্ষমতায় ! সে ইচ্ছে করলো ভূমধ্যসাগরের ঐপারের ছোট দেশ লিবিয়াকে দখল করবে ৷ পাঁচজন সেনা প্রধান লিবিয়াতে পাঠালো ওরা এক এক করে ব্যর্থ হয়ে ফিরে এলো রোমে , কারন লিবিয়াতে রয়েছেন বেদুইন জাতির কমান্ডার ওমর মুখতার যাহাকে মরুর সিংহ বলা হয় ! ওনাদের হামলার মুখে এক এক করে পাঁচজন সেনাপ্রধান তার সেনা সহ ব্যর্থ !… এবার মুসোলনি সিদ্ধান্ত নিলো ইসরাঈয়েল দখল নেওয়া চক্ষুস সাহসী সেনা গ্রাজিয়ানিকে লিবিয়াতে পাঠাবে !
এবং গ্রাজিয়ানিকে বললো হয়তো জীবিত অথবা মৃত্যু আমি ওমর মুখতার কে চাই !
বিগত ২০ বছর যাবত ওমর মুখতার আমাদের সাথে যুদ্ধ করতেছে ! এবার একটা রফাদফা দরকার !…
ওমর মুখতার কৌশলে ফাঁদ ফেলে ওদের বারবার ধ্বংশ করে দেন, তিনি ভালো করে জানেন মুরুভূমি,পাহাড় তাই ওনার জন্য হামলার স্থান টা হাতের তালুর মতন সহজ , কোথায় হামলা করলে সফল হবেন এ চক একেই হামলা করেন !…
ওমর মুখতারের বয়স তখন ৭৩ বছর বৃদ্ধ মানুষ তারপরেও জালিমদের কাছে আত্মসমর্পন করেন নি !
হয়তো আমরা জিতবো নয়তো মরবো তারপরেও আত্মসমর্পন করবো না …
অামি মরে গেলেও মানুষের মধ্যে বেঁচে থাকবো চিরকাল !… ৷
আমাদের জন্য আল্লাহ্' যথেষ্ট !
শেষের দৃশ্য দেখে খুব দুঃখ লাগে 😢
যারা এখনো "লায়ন অব ডেজার্ট "মুভিটি দেখেন নি আজই দেখে নিন মুভিটি দেখতে ক্লিক করুন

No comments

Powered by Blogger.