হুর আদম (Hür adam (2011))
মুভি রিভিউঃ Abdullah Al Layke
নামঃ হুর আদম (Hür adam (2011))
বাংলা অনুবাদঃ উম্মাহ রিসোর্স সেন্টার
হুর আদম (উস্তাত সাঈদ বদিউজ্জামান নুরসী)র সংগ্রামী জীবনির উপরে নির্মিত একটি মুভি ৷ যেখানে তুলে ধরা হয়েছে উস্তাদের ৮০ বৎসরের সংগ্রামের চিত্র ৷
সাঈদ নুরসী যিনি রিসালায়ে নুর তাফসীর গ্রন্থের লেখক
সাঈদ বদিউজ্জামনকে এক যায়গা থেকে আরেক যায়গায় নির্বাসিত করা হয়, কারন তিনি কামাল পাশার গনতন্ত্রের বিরুদ্ধে ইসলামের কোরআনের আইনের প্রতি অবিচল ৷ উস্তাদের জীবন কেটেছে জেল থেকে জেলে, নির্বাসিত প্রত্যন্ত অঞ্চলে, এমন কি মাসের পর মাস গৃহবন্ধী করে রেখেছিলো জালিম স্বৈরশ্বাষক সরকার, তেনাকে নারী, গাড়ী, বাড়ী দিয়েও ফিরাতে পারে নি তাদের দলে ৷তেনাকে বহুবার বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেস্টা করা হয়েছে ৷
তিনি যে গ্রামেই নির্বাসিত হয়েছেন সে গ্রামের বেশীরভাগ যুবককে তিনি তার ছাত্র বানিয়েছেন, তিনি এমন এক ইউনিট গঠন করেছেন যেখানে মেষ পালক, কামার, ছাত্র, যুবক, ডাক্তার, সামরিক বাহিনী, সব স্থরের লোর রয়েছে ৷ সবাই ওনার ছাত্র হয়ে কোরআনের খেদমত করেছে, ঐশী বাণীর আলো বিশ্বব্যাপি ছড়ানোর কাজ করেছে ৷
ঔপনিবেশিক ব্রিটিশ সচিব পার্লামেন্টে কোরআন হাতে নিয়ে বলেছেনঃ
যতক্ষন এই কোরআন মুসলমানদের হাতে আছে, ততদিন আমরা তাদের আয়ত্বে আনতে পারবো না
হয় তাদের থেকে কোরআন কেড়ে নিতে হবে , অথবা তাদেরকে কোরআন বিমুখী করতে হবে ৷
আমরা তাদেরকে এমন অবস্থায় নিয়ে আসবো যে , তারা কোরআন পড়বে৷
কিন্তু এর অর্থ অনুধাবন করতে পারবে না ৷
তিনি মানুষের সমাজের ঈমান সংরক্ষিত করার জন্য বিশ্বব্যাপি কোরআনের ঐশী বাণী প্রচারের জন্য আজীবন সংগ্রাম করেছেন ৷
এরকম সংগ্রামী মানুষের জন্য ইসলাম দেশ থেকে দেশান্তর, প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছেছে৷
তাহলে দেখে নিন বাংলা সাবটাইটেল সহ হুর আদম মুভিটি ৷
মুভিটি দেখতে ক্লিক করুন
No comments