মেয়েদের সফলতা
আমার কাছে মেয়েদের সফলতা মানে তিনটি বিষয় সফলতার সমষ্টি
১.পিতা-মাতার সন্তুষ্টি অর্জন
২.স্বামীর সন্তুষ্টি অর্জন
৩.আদর্শ সন্তান গঠন
১. পিতা-মাতার সন্তুষ্টিঃ একটি মেয়ে তার শৈশব কৈশোর যৌবন পুরোপুরি ভাবে অতিবাহিত করে পিতার ঘরে মাতার সহচর্যে থেকে। তার এই গুরুত্বপূর্ণ তিনটি ধাপ পড়ালেখা,নৈতিকতা, আদর্শ সবাই এখানে শিখতে হয়। আর এগুলো বাস্তবে প্রয়োগ করার জন্য রয়েছে পিতা-মাতা। তাদের রক্ত ঘামে তৈরি করেছে প্রিয় সন্তানকে।
তাই মেয়েরা যদি পিতার ঘরে থেকে তাদের সেবা-যত্ন করে তাদেরকে সন্তুষ্ট করতে পারে,আমি মনে করি তারা তাদের অতীতকে সোনালী অতীতে পরিণত করেছে।
২.স্বামীর সন্তুষ্টিঃ মেয়েরা যখন পিতার ঘরে থাকে তখন যদি দায়িত্ববান সচেতন ও আনুগত্যশীল না হয়,তবে বিবাহের পর স্বামীর প্রতি দায়িত্ববান,সচেতন ও অনুগত্যশীল হতে পারে না। আর যে ব্যক্তি স্বামীর প্রতি সচেতন থেকে অনুগত্যশীল না থাকে তার পরিবারে শান্তির কোন ছায়া পড়ে না বরং সর্বদা অশান্তির বাতাস বইতে থাকে। তাই সচেতন থেকে স্বামীর সন্তুষ্টি অর্জন করা ছাড়া মেয়েদের সফলতা অর্জন হয় না। সফলতা অর্জনের দ্বিতীয় ধাপ হলো স্বামীর সন্তুষ্টি।
৩.আদর্শ সন্তান গঠনঃ কোন মেয়ে যদি সফলভাবে পূর্বের দুইটি ধাপ সফল হতে পারে, তবে তার জন্য এই ধাপটি সফল হওয়া সহজ হয়ে পড়ে কিন্তু যদি পূর্বের দুটি ধাপ ব্যর্থ হয় তবে তার এই ধাপটি সফল হওয়া খুবই কঠিন হবে। একটা মায়ের সফলতা তো তখনই যখন সে তার সন্তানকে আদর্শ সন্তান রূপে গড়ে তুলতে পারে কিন্তু এটা করতে যদি ব্যর্থ হয় তবে বাকি জীবনে সে আর সুখের আলো দেখতে পারে না। এতে করে সে নিজের জীবনকে ব্যর্থ করলো আর সন্তানের জীবনকেও ব্যথা করে দিল। দিনশেষে কি হলো, সেই মায়ের ঠিকানা হলো বৃদ্ধাশ্রমে।
বিঃদ্রঃ আজ আমাদের মেয়েরা সফলতা বলতে বুঝে নিয়েছে পড়ালেখা করে ভালো একটা চাকরি করা এবং ইচ্ছা মত চলাফেরা করা তাতে পিতা-মাতা কি মনে করলো বা স্বামী কি মনে করলো আর সন্তানের কি হলো দেখার প্রয়োজন নেই। আমি বলবো সেই সব নারীরা/মেয়েরা ব্যর্থ।
---লেখকঃ সাইফুল ইসলাম মামুন
No comments